Skip to main content

Posts

আপনি নিজের Sim নাম্বার ভুলে গেলে যেভাবে তা জানবেন (All Operator)

আমরা অনেক সময় নিজেদের Sim এর নাম্বার ভুলে যাই, তখন সিমে টাকাও থাকে না যে কাউকে কল দিয়ে নাম্বার টা জেনে নিব। আপনার অপারেটর এর জন্য এই code ডায়েল করুন, আপনার নাম্বার পেয়ে যাবেন। এখন কপি করে রেখে দিন, আশা করি পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। Find your SIM operator & dial this code: Robi                  *140*2*4# Grameen           *2*566# / *2# Banglalink       *666*8*2# / *511# Airtel               *121*6*3#

ডিলিট করা ফাইল ঝটপট রিকোভার করতে Undelete Plus (-১ মেগা) পোর্টেবল

অনেকসময় ভুলে ফাইল ডিলিট হয়ে গেলে আমরা দুঃশ্চিন্তায় পরে যায়। এখন থেকে আর চিন্তা করতে হবে না। খুবই ছোট্ট একটি সফ্টওয়্যার  Undelete Plus দিয়ে দ্রুত আনডিলিট/রিকোভার করতে পারবেন । আর এটার সাইজ মাত্র ৬১৬ কে.বি ; যা ডাউনলোড করতে ১ মিনিট সময় লাগবে। এটা দিয়ে রিকোভার করতেও ১-২ মিনিট সময় লাগে। এবং খুবই সহজ উপায়। বৈশিষ্টসমুহ : *  documents, photos, video, music এবং email থেকে রিকোভার করতে পারবেন; * খালি করে দেওয়া  Recycle Bin দ্রুত রিকোভার করা যাবে; * হার্ড ড্রাইভ পার্টিশন জনিত ইরর দেখালেও তা রিকোভার করা যাবে; * উইন্ডোজ ফরমেট হওয়ে গেলেও তা সহজেই রিকোভার করতে পারবেন;  হার্ড ডিস্ক, রিমুভাল ডিস্ক, ফ্লাস ড্রাইভ, মেমোরি কার্ড, ফটো, মিউজিক ফাইল, ইমেল এবং ফোল্ডার থেকে রিকোভার করা যাবে । ডাউনলোড লিংক >  http://www.mediafire.com/?zkh8mw5vbn629fb

Facebook এ Dislike Button যোগ করুন সহজেই...

ফেসবুক এ মাঝে মাঝে এমন এমন কিছু পোস্ট দেখা যায় যেগুলো লাইক করার মত না, তখন মনে হয় dislike অপশন থাকলে ভালো হত। যাদের যাদের আমার মত মনে হয় তারা ফেসবুক এ সহজেই dislike বাটন যোগ করে নিন। Mozilla firefox এ যেভাবে dislike button যোগ করবেন… Mozilla firefox এ dislike button যোগ করতে একটি add-on ইন্সটল করতে হবে। add-on পেতে নিচের লিংক এ যান dislike button add-on for Mozilla firefox    টি ইন্সটল করার পরে ব্রাউজার রিস্টার্ট করুন। এর পর আপনি Facebook এ log in করলে like button এর পাশে dislike button দেখতে পাবেন। আরও মজার মজার তথ্য জানতে নিচের লিংক এ ক্লিক করুন

জেনে নিন আপনার ইমেইল হ্যাক হলে কিভাবে রিকোভার করবেন

প্রায়শই অসাবধানতার কারনে আমরা অনেকেই হ্যাকিংয়ের শিকার হই ।যার ফলে আমাদের গুরুত্বপূর্ন তথ্য হারাতে হয় অনেক ।আমরা আজকে জানবো কিভাবে হ্যাক হওয়া ইমেইল পুনরুদ্ধার করতে হয় । জিমেইলের ক্ষেত্রে: জিমেইলে ঢোকার যখন লগ-ইন করতে পারবেন না, তখন লগ-ইনের নিচে Can’t access your account?-এ ক্লিক করুন। নতুন পেজ এলে E-mail address-এ আপনার ই-মেইল ঠিকানা লিখে Submit করুন। এখন কোড বক্সে ওপরের সংকেত লিখে Continue করুন। নতুন পেজ এলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করা থাকবে, না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। আপনার alternate ই-মেইল আইডিতে একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল আইডিতে যদি alternate ই-মেইল না দেওয়া থাকে তাহলে Answer your security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে একটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখ