জমে থাকা Prefetch ফাইল কম্পিউটারকে স্লো করে দেয়। আমরা সাধারণত
Start/Run-এ গিয়ে prefetch লিখে এই ফাইলগুলো ডিলিট করি। কিন্তু আপনি ইচ্ছা
করলে এই ফাইলগুলো অটোমেটিক ডিলিট করতে পারেন। এ জন্য প্রথমে My computer-এ
যান, এবার আপনার হার্ডড্রাইভে যান। এখানে কোনো ফাঁকা জায়গায় Right click
করে New অপশন থেকে Text document-এ যান এবং এটি deleteprefetch নামে সেভ
করুন। এবার Double click দিয়ে এই ফাইলে প্রবেশ করুন এবং লিখুন del
C:\Windows\Prefetch\*.* /Q .এখন File/Save as থেকে All files নির্বাচিত
করুন Save as type হিসেবে। সবশেষে deleteprefetch.bat নামে এটি সেভ করুন।
লক্ষ করে দেখুন, একটি Batch file তৈরি হয়েছে। এবার থেকে এই Batch file-এ
Double click দিলেই Prefetch ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।
—খালেদ মাহমুদ খান
Alt+1– এই কী টি ব্যাবহার করে আপনি খুব সহজ এ হোম মেনু তে আসতে পারবেন। Alt+2 – এই কী ব্যাবহার করে আপনি খুব সহজ এ আপনার ওয়াল এ যেতে পারবেন। Alt+3 – এই কী চাপলে আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট লিস্ট দেখাবে। Alt+4- এটি আপনাকে মেসেজ লিস্ট দেখাবে। Alt+5- এটি আপনাকে নোটিফিকেশান দেখাবে। Alt+6- এটি আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট সেটিং দেখাবে। Alt+7- এই কী আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট এর প্রাইভেসি সেটিং এ যেতে সাহায্য করবে। Alt+8- এই কী ব্যাবহার করে আপনি গ্রুপ লিস্ট দেখতে পারবেন। Alt+9- এই কী আপনাদের ফেসবুক এর নিয়ম ও নীতিমালা উপস্থাপন করবে। Alt+0- এটি আপনাদের ফেসবুক এর হেল্প সেন্টার এ নিয়ে যাবে। Alt+m- এই কি এর সাহায্যে আপনি নতুন মেসেজ তৈরি করতে পারবেন। Alt+? – এই বাটন চাপার সাথে সাথে আপনার মাউস কোর্সর সার্চ ফিল্ড এ চলে যাবে। বিঃদ্রঃ উপরের দেওয়া সব কী গুলো গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার এ কাজ করবে। যদি আপনি মোজিলা ফায়ার ফক্স ব্যাবহার করে থাকেন তাহলে দয়া করে সব গুলো কী ব্যাবহার করা পূর্বে shift বাটন ব্যাবহার করতে হবে। তাহলে সকল কীগুলো মোজিলা তে কাজ করবে। ...
Comments
Post a Comment