Skip to main content

Posts

Windows 7 -এর লুকানো Themes

Windows 7-এর ব্যবহারকারী মাত্রই জানেন যে Windows 7এ কিছু ডিফল্ট থিম আগে থেকেই দেওয়া থাকে । এসব থিমের ভেতরেই Windows 7-এর নিজস্ব ওয়ালপেপার, সাউন্ড, আইকন, টাস্কবার ইত্যাদি সাজানো থাকে। এ নির্দিষ্ট সংখ্যক থিমের বাইরে অন্য কোনো থিম ব্যবহার করতে চাইলে সেটা download  করে নিতে হয় ইন্টারনেট থেকে। কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার PC-তেই আরও পাঁচটি  theme লুকিয়ে রেখেছে windows! হ্যাঁ, একেবারে সত্যি কথা। এখন শুধু একটু কষ্ট করে মিনিট পাঁচেক সময় দিন নিজের Windows 7 পিসিতে। প্রথমে Start থেকে সার্চ বারে গিয়ে :\Windows\Globalization\MCT লিখুন। এবার Enter চাপুন। তাহলে নতুন একটি উইন্ডো খুলবে। নতুন উইন্ডোতে পাঁচটি ফোল্ডার দেখতে পাবেন। এবারে প্রথম ফোল্ডারটি মানে MCT-AU ফোল্ডারে ঢুকে Theme –এ ঢুকে AU.theme-এ ক্লিক করুন। তাহলে Windows 7-এর অস্ট্রেলিয়া theme ইন্সটল হবে। একইভাবে এক এক করে MCT-CA, MCT-GB, MCT-US, MCT-ZA ফোল্ডারগুলোতে ঢুকে Theme ফোল্ডারে ঢুকে যথাক্রমে CA.theme, GB.theme, US.theme ও ZA.theme ফাইলগুলোতে ক্লিক করুন তাহলে বাকি চারটি থিমও ইন্সটল হয়ে যাবে আপনার PC-তে। এই থিম চারট