Windows 7-এর ব্যবহারকারী মাত্রই জানেন যে Windows 7এ কিছু ডিফল্ট থিম আগে
থেকেই দেওয়া থাকে । এসব থিমের ভেতরেই Windows 7-এর নিজস্ব ওয়ালপেপার,
সাউন্ড, আইকন, টাস্কবার ইত্যাদি সাজানো থাকে। এ নির্দিষ্ট সংখ্যক থিমের
বাইরে অন্য কোনো থিম ব্যবহার করতে চাইলে সেটা download করে নিতে হয়
ইন্টারনেট থেকে। কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার PC-তেই আরও পাঁচটি theme লুকিয়ে রেখেছে windows! হ্যাঁ, একেবারে সত্যি কথা। এখন
শুধু একটু কষ্ট করে মিনিট পাঁচেক সময় দিন নিজের Windows 7 পিসিতে। প্রথমে Start থেকে সার্চ বারে গিয়ে :\Windows\Globalization\MCT লিখুন। এবার Enter চাপুন। তাহলে নতুন একটি উইন্ডো খুলবে। নতুন উইন্ডোতে পাঁচটি ফোল্ডার
দেখতে পাবেন। এবারে প্রথম ফোল্ডারটি মানে MCT-AU ফোল্ডারে ঢুকে Theme –এ
ঢুকে AU.theme-এ ক্লিক করুন। তাহলে Windows 7-এর অস্ট্রেলিয়া theme ইন্সটল
হবে। একইভাবে এক এক করে MCT-CA, MCT-GB, MCT-US, MCT-ZA ফোল্ডারগুলোতে ঢুকে
Theme ফোল্ডারে ঢুকে যথাক্রমে CA.theme, GB.theme, US.theme ও ZA.theme
ফাইলগুলোতে ক্লিক করুন তাহলে বাকি চারটি থিমও ইন্সটল হয়ে যাবে আপনার PC-তে। এই থিম চারটি হলো থিম কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ
আফ্রিকা নিয়ে।
Alt+1– এই কী টি ব্যাবহার করে আপনি খুব সহজ এ হোম মেনু তে আসতে পারবেন। Alt+2 – এই কী ব্যাবহার করে আপনি খুব সহজ এ আপনার ওয়াল এ যেতে পারবেন। Alt+3 – এই কী চাপলে আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট লিস্ট দেখাবে। Alt+4- এটি আপনাকে মেসেজ লিস্ট দেখাবে। Alt+5- এটি আপনাকে নোটিফিকেশান দেখাবে। Alt+6- এটি আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট সেটিং দেখাবে। Alt+7- এই কী আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট এর প্রাইভেসি সেটিং এ যেতে সাহায্য করবে। Alt+8- এই কী ব্যাবহার করে আপনি গ্রুপ লিস্ট দেখতে পারবেন। Alt+9- এই কী আপনাদের ফেসবুক এর নিয়ম ও নীতিমালা উপস্থাপন করবে। Alt+0- এটি আপনাদের ফেসবুক এর হেল্প সেন্টার এ নিয়ে যাবে। Alt+m- এই কি এর সাহায্যে আপনি নতুন মেসেজ তৈরি করতে পারবেন। Alt+? – এই বাটন চাপার সাথে সাথে আপনার মাউস কোর্সর সার্চ ফিল্ড এ চলে যাবে। বিঃদ্রঃ উপরের দেওয়া সব কী গুলো গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার এ কাজ করবে। যদি আপনি মোজিলা ফায়ার ফক্স ব্যাবহার করে থাকেন তাহলে দয়া করে সব গুলো কী ব্যাবহার করা পূর্বে shift বাটন ব্যাবহার করতে হবে। তাহলে সকল কীগুলো মোজিলা তে কাজ করবে। ...
Comments
Post a Comment