DOPDF : এটা দিয়ে খুব সহজে MS WORD, PICTURE এবং বিশেষ করে WEBPAGE কে PDF ফাইল এ কনভার্ট করা যায়। এটি একটি PDF প্রিন্টার মানে এটি আপনার সব কিছুকে PDF বানাবে প্রিন্টার এর মত করে। মানে আপনি দিবেন প্রিন্ট আর হবে PDF। Open the Setup file তারপর ভাষা সিলেক্ট করে ok প্রেস করুন। next ক্লিক করুন। i accept the agreement সিলেক্ট করে next চাপুন। আবার ২ বার next চাপুন। set dopdf printer as default printer সিলেক্ট করুন। next চাপুন। আবার next চাপুন। install ক্লিক করুন। restart চাইলে restart দিন। ইন্সটল করার পর যেটা প্রিন্ট করবেন ওপেন করুন (WEBPAGE হলেও) তারপর ctrl+p প্রেস করুন। দেখুন name dopdf v7 আছে যদি না থাকে তাহলে দিয়ে দিন। ok প্রেস করুন। PDF ফাইল টি কোথায় সেভ হবে সেটা সিলেক্ট করুন। আবার ok প্রেস করুন। আপনার WORD বা WEBPAGE PDF ফাইল হয়ে গেল। download link >>> http://dopdf.en.softonic.com/download ...