Skip to main content

Posts

Make PDF file with "dopdf"

DOPDF : এটা দিয়ে খুব সহজে MS WORD, PICTURE এবং  বিশেষ করে WEBPAGE কে PDF ফাইল এ কনভার্ট করা যায়। এটি একটি PDF প্রিন্টার মানে এটি আপনার সব কিছুকে PDF বানাবে প্রিন্টার এর মত করে। মানে আপনি দিবেন প্রিন্ট আর হবে PDF। Open the Setup file  তারপর ভাষা সিলেক্ট করে ok প্রেস করুন। next ক্লিক করুন। i accept the agreement সিলেক্ট করে next চাপুন। আবার ২ বার next চাপুন। set dopdf printer as default printer সিলেক্ট করুন। next চাপুন। আবার next চাপুন। install ক্লিক করুন। restart চাইলে restart দিন। ইন্সটল করার পর যেটা প্রিন্ট করবেন ওপেন করুন (WEBPAGE হলেও) তারপর ctrl+p প্রেস করুন। দেখুন name dopdf v7 আছে যদি না থাকে তাহলে দিয়ে দিন। ok প্রেস করুন। PDF ফাইল টি কোথায় সেভ হবে সেটা সিলেক্ট করুন। আবার ok প্রেস করুন। আপনার WORD বা WEBPAGE PDF ফাইল হয়ে গেল। download link >>>    http://dopdf.en.softonic.com/download                         ...

পাশওয়ার্ড নিয়ে সমস্যা তাহলে নিন Free Download করুন Kaspersky password manager v5.0.0.164 ফুল ভার্সন

Kaspersky password manager  একটি শক্তিশালী পাশওয়ার্ড ম্যানেজার যা আপনার পাশওয়ার্ড বিষয়ক যাবতীয় ঝামেলার সমাধান করবে।Kaspersky পাসওয়ার্ড ম্যানেজার একটি সক্রিয় password manager যা ইন্টারনেট ব্যবহারকারীর জন্য অপরিহার্য হাতিয়ার। এটি সম্পূর্ণরূপে ওয়েবসাইটের মধ্যে পাসওয়ার্ড এবং অন্যান্য তথ্য প্রবেশের প্রক্রিয়া স্বয়ংক্রিয়রূপে করে। একাধিক passwords মনে রাখা কষ্টকর  কিন্তু এটি আপনার কাজ সহজ করবে। Key Features ১. পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য নিরাপদ সংগ্রহস্থল। ২. সহজে ওয়েব সাইট লগ ইন ৩. Effective protection against keyloggers ৪. Protection from phishing attacks ৫. Generation of random, strong passwords ৬. Automatic completion of lengthy forms ডাউনলোড Kaspersky password manager v5.0.0.164

File Locker দিয়ে Protect

আমাদের পিসিতে অসংখ্যা ফাইল বা ফোল্ডার থাকে। ক্ষেত্রবিশেষ বা নিরাপত্তার খাতিরে অনেক সময় ঐ সকল ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আমরা অনেকেই পাস ওয়ার্ড বা নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি যেমন- Fake Folder, Folder locker, Folder Hide, Folder shielded ইত্যাদি। মূলত এই সকল সফটওয়্যার ব্যবহারে  ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড ছাড়াও আরো নানাবিধ কাজ করা যায়। অর্থাৎ এক দিকে যেমন এই গুলোর সুবিধা রয়েছে। তেমনি এর কিছুটা অসুবিধা রয়েছে। যেমন- ১। কোথায় ফাইল হাইড হয়ে থাকে বা লুকায়িত হয় তা সহজে বোঝা যায় না। ২। যারা নতুন ইউজার তারা অনেকেই বুঝতে পারেন না কোন অপশনে ক্লিক করে কোন কাজ করতে হয়। ৩। এমন কিছু সফট ওয়্যার আছে যেগুলো কাজের সুবিধার্থে মাঝেমধ্য আনইনষ্টল করতে অসুবিধা সৃষ্টি করে। ৪। অনেক ক্ষেত্রে আনইনষ্টল করলে অন্য সকল প্রোগ্রামের সাথে মিসিং করে পরবর্তীতে পিসি বুট হবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যাইহোক আমি ইতিপূর্বে ঐ সকল সফটওয়্যার ব্যবহার করেছি এবং প্রথমদিকে আমি নিজেও প্রতিবন্ধকতার মধ্য পড়েছিলাম। এখন আমি আপনাদরকে এই রকম একটি সফটওয়্যার উপ...

হ্যাক হলেও ফেরত পাবেন আপনার প্রিয় ফেসবুক একাউন্ট

ফেসবুক আমার আপনার সবারই একটি প্রিয় সাইট। অনেকের তো এমন অবস্থা সারাদিন খাবার খাই না খাই কিন্তু ফেসবুকে বসা চাই। বিভিন্ন কারনে আমাদের এই প্রিয় সাইটের একাউন্ট হ্যাক হতে পারে। এটা হতে পারে অসাবধানতা বশত অথবা শত্রুতাজনিত কারনে। আর এখন আকাশে বাতাসে হ্যাকিং এর আভাস আন্দাজ করা যায়। তাই এই সাইবার ওয়াল্ডে কেউ হ্যাক প্রুফ নয়। অনেক কথা বলে ফেলেছি। এখন কাজের কথায় আসি। হ্যাকড ফেসবুক একাউন্ট ফিরে পাবার কয়েকটি উপায় থাকলেও এই উপায়টি খুব সহজ ও কার্যকর। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- ১। প্রথমে আপনার ব্রাউজারে www.Facebook.com/hacked লিখে এন্টার চাপুন। ২। এবার My Account Is Compromised এ ক্লিক করুন। ৩। এখন Identify Your Account অংশ হতে আপনার আইডিটি সিলেক্ট করুন। অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে সার্চ করুন। ৪। Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন। ৫। এবার আপনার আইডির ছবির পাশের This is My Account এ ক্লিক করুন। ৬। এবার আপনার পুরাতন পাসওয়ার্ডটি প্রবেশ করান। আশা করা যায় এতক্ষণ ধরে যেসব তথ্য ...

ফাইল ডিলিট করতে না পারলে ডাক্তার দিয়ে অপারেশন করুন (১ মেগা)

ফাইল ডিলিট করতে পারছেন না ? চিন্তার কোন কারন নাই; সাইজও অনেক ছোট ; মাত্র ১ মেগা । হএটা এমন একটি সফ্টওয়্যার যার নাম Delete Doctor (Version- 2.3).  যেসকল ফাইল  viruses বা Trojans এবং অন্য যেকোন কারনে ডিলিট হতে চাই না। সেসকল ফাইল এক ক্লিকেই ডিলিট করে ফেলুন। এটা ইনষ্টল করার দরকার নাই শুধু ডাউনলোডের পর ওপেন করবেন। ফাইল সিলেক্ট করে ডিলিট করে দিনে। ব্যাস… কিচ্ছা খতম। ডাউনলোড লিংক > >  http://www.mediafire.com/?013kj2vs6sdbwy4 পাসওয়ার্ড >> sihab এই সফ্টওয়্যার Windows 98 / 2000 / XP / Vista অপারেটিং সিষ্টেমে সাপর্ট করবে ।

খুব সহজে লুকিয়ে ফেলুন আপনার ওপেন করা যেকোন উইন্ডো

আমরা বিভিন্ন সময় আমাদের কম্পিউটারে একাধিক উইন্ডো ওপেন করে রাখি, কিন্তু মাঝে মাঝে এই উইন্ডো গুলো থেকে বিভিন্ন কারণে কোন একটি লুকিয়ে রাখার দরকার হয়। তাই আমি আপনাদের সাথে আজ এমন একটি সফটওয়র শেয়ার করব যেটার সাহায্যে আপনি খুব সহজে, আপনার যে কোন উইন্ডোকে লুকিয়ে রাখতে পারবেন। ২১৬ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি এখান   থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এই সফটওয়ার টির কাজ খুব বেশি জটিল নয়, ইন্সটল দিলে সব বুঝে যাবেন তাই বেশি বিস্তারিত বললাম না। সবাইকে ধন্যবাদ।

start bar এ time এর পাসে আপনার নাম যুক্ত করুন

আপনার start bar যে time থাকে তার পাশে আপনার নাম ও দিতে পারবেন । এর জন্য আপনাক যেটা করতে হবে তা হল আপনার কম্পিউটার এর control panel এ যাইতে হবে তারপর অইখান থেকে regional and language option ওপেন করতে হবে এইখানে যে window আসবে তাতে select an item to match its preferences .or click customize to choose your own formats : option থেকে customize এ click করতে হবে । এইখানে যে customize region option window আসবে তাতে time select করবেন । এরপর AM symbol এবং PM symbol এর পাসে আপনার নাম টি লেখে দিন । দুটি window তে Apply এবং Ok দিয়া বের হইয়া আসেন ।