Skip to main content

File Locker দিয়ে Protect

আমাদের পিসিতে অসংখ্যা ফাইল বা ফোল্ডার থাকে। ক্ষেত্রবিশেষ বা নিরাপত্তার খাতিরে অনেক সময় ঐ সকল ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আমরা অনেকেই পাস ওয়ার্ড বা নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি যেমন- Fake Folder, Folder locker, Folder Hide, Folder shielded ইত্যাদি। মূলত এই সকল সফটওয়্যার ব্যবহারে  ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড ছাড়াও আরো নানাবিধ কাজ করা যায়। অর্থাৎ এক দিকে যেমন এই গুলোর সুবিধা রয়েছে। তেমনি এর কিছুটা অসুবিধা রয়েছে। যেমন- ১। কোথায় ফাইল হাইড হয়ে থাকে বা লুকায়িত হয় তা সহজে বোঝা যায় না।
২। যারা নতুন ইউজার তারা অনেকেই বুঝতে পারেন না কোন অপশনে ক্লিক করে কোন কাজ করতে হয়।
৩। এমন কিছু সফট ওয়্যার আছে যেগুলো কাজের সুবিধার্থে মাঝেমধ্য আনইনষ্টল করতে অসুবিধা সৃষ্টি করে।
৪। অনেক ক্ষেত্রে আনইনষ্টল করলে অন্য সকল প্রোগ্রামের সাথে মিসিং করে পরবর্তীতে পিসি বুট হবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
যাইহোক আমি ইতিপূর্বে ঐ সকল সফটওয়্যার ব্যবহার করেছি এবং প্রথমদিকে আমি নিজেও প্রতিবন্ধকতার মধ্য পড়েছিলাম। এখন আমি আপনাদরকে এই রকম একটি সফটওয়্যার উপহার দিব। যার মাধ্যমে আপনার ফাইল বা ফোল্ডার গুলোকে খুব সহজেই পাস ওয়ার্ড দ্বারা প্রটেক্ট করে রাখতে পারবেন, ফাইল লুকায়িত রাখতে পারবেন। আবার এই সফটওয়্যারটি অন্য সকল সফটওয়্যারের মত আপনাকে বিরক্ত করবে না।
এই সফটওয়্যারটির নাম Easy File Locker সাইজ মাত্র কয়েক কিলোবাইট। প্রথম দিকে তো আমার হাসি পাচ্ছিলো। এমন একটি ছোট সফট কি কাজ করবে। কিন্তু ব্যবহারে আমার মুখ হা হয়ে গেল- যে কারনে-
১। এক ক্লিকেই লক অফ-অন করা যায়।
২। পিসির অযথা জায়গা দখল করে না বা পিসির পারফরম্যান্স Slow করে না।
৩। আপনার অগোচরে কেউ এই সফটওয়্যারটি আনইনষ্টল করতে পারবে না। কারন পাস ওয়ার্ড চাইবে।
একদম Free Version. তাই আপডেটের ভয় নাই।
সফট: এখন ইনষ্টল করলে নিম্নরুপ এন্টারফেস আসবে-
১। এবার যে সকল ফাইল বা ফোল্ডারে আপনি পাস ওয়ার্ড দিবেন বা অন্যদেরকে দেখাবেন না তাহলে সেই সকল ফাইলগুলো মাউস পয়েন্টারের সাহায্য ড্রাগ করে এই সফটওয়্যারের মধ্য ছেড়ে দিন।
২। মেনুবার থেকে System> Set Password এ যান। এবার নিজের ইচ্ছামতো Password সেট করুন। তাহলে সফট ওয়্যারটি ওপেন ও আনইনষ্টলের সময় Password  চাইবে। অন্যর হাত থেকে সম্পূর্ণ সুরক্ষা দিবে।
৩। ইচ্ছা করলে আপনি উক্ত প্রটেকশনকে নিজের ইচ্ছামত Modify করতে পারেন মেনুবারের Modify আইকনে ক্লিক করে। Modify না করলেও হবে।
৪। ধরে নিলাম আপনার যাবতীয় ফাইল/ ফোল্ডারগুলোকে সিলেক্ট করা শেষ। এবার প্রটেকশন করতে মেনুবার থেকে System> Start Protection এ ক্লিক করুন। তাহলে ফাইল/ ফোল্ডারগুলো পাসওয়ার্ড দ্বারা হাইড হয়ে যাবে। আপনি ব্যতিত অন্য কেউ আপনার ফাইলে প্রবেশ করতে পারবে না। এখন আপনি যদি আপনার ফাইলগুলোকে নিয়ে কাজ করতে চান বা শো করতে চান তাহলে পূনরায় Easy File Locker চালু করে
মেনুবার থেকে System>Stop Protection-এ ক্লিক করলেই হবে।
বিঃদ্র-
যখন আপনার ফাইল/ফোল্ডারগুলো সিকিউরিটিতে থাকবে তখন দেখবেন, Start Protection অপশনটি Disable দেখাচ্ছে অর্থাৎ লেখা অনুজ্জল অবস্থাতে আছে। প্রোটেকশন না থাকলে Stop Protection লেখাটি অনুজ্জল দেখাবে।)
আজ তাহলে এই পর্যন্তই। পরিশেষে সবার সুস্থতা কামনা করছি।-শুভ সকাল
ডাউনলোড লিংক নিচে-

Comments

Popular posts from this blog

10 Awesome Things Google Can Do For You | Part 1 | Mehedi Live

Google is an awesome platform for us. Because it's has so many things which we can use in our daily life. And these things can make our life easier. Take a look 10 awesome things of Google. #01. You can use Google as a timer #02. It can give you the exact times for sunrise and sunset. #03. You can get the weather forecast of any city just by typing the city followed by “forecast.” #04. You can calculate exact tip amount for your meals. You can also adjust the percentage and number of people dining. #05. Calculator #06. You can check your flight status. #07. Make Google do tricks for you. ** **Type the words “do a barrel roll” and watch what happens… #08. Google can tell you when your favorite show is on… #09. Google can tell you when the release date for a movie is. #10. Type “Atari Breakout” into Google images for a nostalgic blast from the past. Enjoy Google for your daily life. Part 2 is coming very so...

Speed Up slow USB

Step 1:   Open up “My Computer”. Step 2:   Right-Click your desired Flash drive, then select “Properties” from the popup window. Step 3:  Find and click the “Hardware” tab. Step 4:   Select your USB drive again from the list of available drives. Step 5:   Once your drive is selected, hit the “Properties” button near the lower-right corner of your menu. Step 6:   Click on the “Policies” Tab. Step 7:   Select “Optimize for Performance”. Step 8:   Click “OK” to finish the optimization. All we have done so far is tell your computer how you want to handle the USB Drive. In order to achieve much faster speeds, we need to actually format the USB drive. Note: Before you format your USB drive, BACKUP all your files on the USB drive. Formatting will permanently erase all your files on the drive!

copy to folder move to folder

বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, ফাইল, ফোল্ডার কপি বা মুভ করা হয়ে থাকে। চাইলে মাউসের ডান ক্লিক মেনুতে copy to folder move to folder নামের দুটি অপশন তৈরি করে ফাইল কপি/মুভ করার কাজটি আরও সহজ করতে পারেন। এ জন্য Start/Run-এ গিয়ে notepad লিখে এন্টার করেন। নোটপ্যাড খুলবে।এবার এতে নিচের সংকেতগুলো হুবহু লিখুন। [HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers] [HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Copy To] @=” {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} ” [HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\Move To] @=” {C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13} ” এখন File/Save as থেকে All files নির্বাচন করুন Save as type হিসেবে। সবশেষে copytomoveto.reg নামে এটি সেইভ করুন। লক্ষ করে দেখুন, নতুন একটি রেজিস্ট্রি আইকন তৈরি হয়েছে। এই আইকনে ক্লিক করে নির্বাচিত করুন। এখন যেকোনো ফাইল/ফোল্ডারে মাউস রেখে ডান ক্লিক করে দেখুন copy to folder ও move to folder নামের নতুন দুটি অপশন এসেছে।