আমাদের
পিসিতে অসংখ্যা ফাইল বা ফোল্ডার থাকে। ক্ষেত্রবিশেষ বা নিরাপত্তার খাতিরে
অনেক সময় ঐ সকল ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে।
আমরা অনেকেই পাস ওয়ার্ড বা নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার
ব্যবহার করি যেমন- Fake Folder, Folder locker, Folder Hide, Folder
shielded ইত্যাদি। মূলত এই সকল সফটওয়্যার ব্যবহারে ফাইল বা ফোল্ডারে
পাসওয়ার্ড ছাড়াও আরো নানাবিধ কাজ করা যায়। অর্থাৎ এক দিকে যেমন এই গুলোর
সুবিধা রয়েছে। তেমনি এর কিছুটা অসুবিধা রয়েছে। যেমন-
১। কোথায় ফাইল হাইড হয়ে থাকে বা লুকায়িত হয় তা সহজে বোঝা যায় না।
২। যারা নতুন ইউজার তারা অনেকেই বুঝতে পারেন না কোন অপশনে ক্লিক করে কোন কাজ করতে হয়।
৩। এমন কিছু সফট ওয়্যার আছে যেগুলো কাজের সুবিধার্থে মাঝেমধ্য আনইনষ্টল করতে অসুবিধা সৃষ্টি করে।
৪। অনেক ক্ষেত্রে আনইনষ্টল করলে অন্য সকল প্রোগ্রামের সাথে মিসিং করে পরবর্তীতে পিসি বুট হবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
যাইহোক আমি ইতিপূর্বে ঐ সকল সফটওয়্যার ব্যবহার করেছি এবং প্রথমদিকে আমি নিজেও প্রতিবন্ধকতার মধ্য পড়েছিলাম। এখন আমি আপনাদরকে এই রকম একটি সফটওয়্যার উপহার দিব। যার মাধ্যমে আপনার ফাইল বা ফোল্ডার গুলোকে খুব সহজেই পাস ওয়ার্ড দ্বারা প্রটেক্ট করে রাখতে পারবেন, ফাইল লুকায়িত রাখতে পারবেন। আবার এই সফটওয়্যারটি অন্য সকল সফটওয়্যারের মত আপনাকে বিরক্ত করবে না।
এই সফটওয়্যারটির নাম Easy File Locker সাইজ মাত্র কয়েক কিলোবাইট। প্রথম দিকে তো আমার হাসি পাচ্ছিলো। এমন একটি ছোট সফট কি কাজ করবে। কিন্তু ব্যবহারে আমার মুখ হা হয়ে গেল- যে কারনে-
১। এক ক্লিকেই লক অফ-অন করা যায়।
২। পিসির অযথা জায়গা দখল করে না বা পিসির পারফরম্যান্স Slow করে না।
৩। আপনার অগোচরে কেউ এই সফটওয়্যারটি আনইনষ্টল করতে পারবে না। কারন পাস ওয়ার্ড চাইবে।
একদম Free Version. তাই আপডেটের ভয় নাই।
সফট: এখন ইনষ্টল করলে নিম্নরুপ এন্টারফেস আসবে-
১। এবার যে সকল ফাইল বা ফোল্ডারে আপনি পাস ওয়ার্ড দিবেন বা অন্যদেরকে দেখাবেন না তাহলে সেই সকল ফাইলগুলো মাউস পয়েন্টারের সাহায্য ড্রাগ করে এই সফটওয়্যারের মধ্য ছেড়ে দিন।
২। মেনুবার থেকে System> Set Password এ যান। এবার নিজের ইচ্ছামতো Password সেট করুন। তাহলে সফট ওয়্যারটি ওপেন ও আনইনষ্টলের সময় Password চাইবে। অন্যর হাত থেকে সম্পূর্ণ সুরক্ষা দিবে।
৩। ইচ্ছা করলে আপনি উক্ত প্রটেকশনকে নিজের ইচ্ছামত Modify করতে পারেন মেনুবারের Modify আইকনে ক্লিক করে। Modify না করলেও হবে।
৪। ধরে নিলাম আপনার যাবতীয় ফাইল/ ফোল্ডারগুলোকে সিলেক্ট করা শেষ। এবার প্রটেকশন করতে মেনুবার থেকে System> Start Protection এ ক্লিক করুন। তাহলে ফাইল/ ফোল্ডারগুলো পাসওয়ার্ড দ্বারা হাইড হয়ে যাবে। আপনি ব্যতিত অন্য কেউ আপনার ফাইলে প্রবেশ করতে পারবে না। এখন আপনি যদি আপনার ফাইলগুলোকে নিয়ে কাজ করতে চান বা শো করতে চান তাহলে পূনরায় Easy File Locker চালু করে
মেনুবার থেকে System>Stop Protection-এ ক্লিক করলেই হবে।
বিঃদ্র-
যখন আপনার ফাইল/ফোল্ডারগুলো সিকিউরিটিতে থাকবে তখন দেখবেন, Start Protection অপশনটি Disable দেখাচ্ছে অর্থাৎ লেখা অনুজ্জল অবস্থাতে আছে। প্রোটেকশন না থাকলে Stop Protection লেখাটি অনুজ্জল দেখাবে।)
আজ তাহলে এই পর্যন্তই। পরিশেষে সবার সুস্থতা কামনা করছি।-শুভ সকাল
২। যারা নতুন ইউজার তারা অনেকেই বুঝতে পারেন না কোন অপশনে ক্লিক করে কোন কাজ করতে হয়।
৩। এমন কিছু সফট ওয়্যার আছে যেগুলো কাজের সুবিধার্থে মাঝেমধ্য আনইনষ্টল করতে অসুবিধা সৃষ্টি করে।
৪। অনেক ক্ষেত্রে আনইনষ্টল করলে অন্য সকল প্রোগ্রামের সাথে মিসিং করে পরবর্তীতে পিসি বুট হবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
যাইহোক আমি ইতিপূর্বে ঐ সকল সফটওয়্যার ব্যবহার করেছি এবং প্রথমদিকে আমি নিজেও প্রতিবন্ধকতার মধ্য পড়েছিলাম। এখন আমি আপনাদরকে এই রকম একটি সফটওয়্যার উপহার দিব। যার মাধ্যমে আপনার ফাইল বা ফোল্ডার গুলোকে খুব সহজেই পাস ওয়ার্ড দ্বারা প্রটেক্ট করে রাখতে পারবেন, ফাইল লুকায়িত রাখতে পারবেন। আবার এই সফটওয়্যারটি অন্য সকল সফটওয়্যারের মত আপনাকে বিরক্ত করবে না।
এই সফটওয়্যারটির নাম Easy File Locker সাইজ মাত্র কয়েক কিলোবাইট। প্রথম দিকে তো আমার হাসি পাচ্ছিলো। এমন একটি ছোট সফট কি কাজ করবে। কিন্তু ব্যবহারে আমার মুখ হা হয়ে গেল- যে কারনে-
১। এক ক্লিকেই লক অফ-অন করা যায়।
২। পিসির অযথা জায়গা দখল করে না বা পিসির পারফরম্যান্স Slow করে না।
৩। আপনার অগোচরে কেউ এই সফটওয়্যারটি আনইনষ্টল করতে পারবে না। কারন পাস ওয়ার্ড চাইবে।
একদম Free Version. তাই আপডেটের ভয় নাই।
সফট: এখন ইনষ্টল করলে নিম্নরুপ এন্টারফেস আসবে-
১। এবার যে সকল ফাইল বা ফোল্ডারে আপনি পাস ওয়ার্ড দিবেন বা অন্যদেরকে দেখাবেন না তাহলে সেই সকল ফাইলগুলো মাউস পয়েন্টারের সাহায্য ড্রাগ করে এই সফটওয়্যারের মধ্য ছেড়ে দিন।
২। মেনুবার থেকে System> Set Password এ যান। এবার নিজের ইচ্ছামতো Password সেট করুন। তাহলে সফট ওয়্যারটি ওপেন ও আনইনষ্টলের সময় Password চাইবে। অন্যর হাত থেকে সম্পূর্ণ সুরক্ষা দিবে।
৩। ইচ্ছা করলে আপনি উক্ত প্রটেকশনকে নিজের ইচ্ছামত Modify করতে পারেন মেনুবারের Modify আইকনে ক্লিক করে। Modify না করলেও হবে।
৪। ধরে নিলাম আপনার যাবতীয় ফাইল/ ফোল্ডারগুলোকে সিলেক্ট করা শেষ। এবার প্রটেকশন করতে মেনুবার থেকে System> Start Protection এ ক্লিক করুন। তাহলে ফাইল/ ফোল্ডারগুলো পাসওয়ার্ড দ্বারা হাইড হয়ে যাবে। আপনি ব্যতিত অন্য কেউ আপনার ফাইলে প্রবেশ করতে পারবে না। এখন আপনি যদি আপনার ফাইলগুলোকে নিয়ে কাজ করতে চান বা শো করতে চান তাহলে পূনরায় Easy File Locker চালু করে
মেনুবার থেকে System>Stop Protection-এ ক্লিক করলেই হবে।
বিঃদ্র-
যখন আপনার ফাইল/ফোল্ডারগুলো সিকিউরিটিতে থাকবে তখন দেখবেন, Start Protection অপশনটি Disable দেখাচ্ছে অর্থাৎ লেখা অনুজ্জল অবস্থাতে আছে। প্রোটেকশন না থাকলে Stop Protection লেখাটি অনুজ্জল দেখাবে।)
আজ তাহলে এই পর্যন্তই। পরিশেষে সবার সুস্থতা কামনা করছি।-শুভ সকাল
ডাউনলোড লিংক নিচে-
Comments
Post a Comment