উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা প্রায়ই এক সমস্যায় ভোগেন, সেটা
হলো কম্পিউটার চালু হতে বেশি সময় লাগে। এর কারণ অনেকেই মনে করেন, হয়তো বা
কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। হ্যাঁ, ভাইরাসের জন্য এমনটি হতে পারে।
কিন্তু এ ছাড়া আরও কারণ থাকতে পারে। বেশি পরিমাণে স্টার্টআপ প্রোগ্রামের
(যেগুলো কম্পিউটার চালুর সময় চালু হয়) কারণে এমনটি হতে পারে। এ জন্যেই এই
বাড়তি সময় লাগে।
আপনি চাইলে এই চালু হওয়ার সময়টি কমিয়ে আনতে পারেন। এ জন্য আপনাকে অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম দরকারি প্রোগ্রামগুলো উইন্ডোজের স্টার্টআপ তালিকা থেকে মুছে দিতে হবে। এটি করতে চাইলে সবার আগে স্টার্টে গিয়ে সার্চ বক্সে msconfig লিখে এন্টার করুন (উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে রান এ গিয়ে msconfig লিখতে হবে)। এবার সিস্টেম কনফিগারেশন উইন্ডো খুললে বাম থেকে ৪ নম্বর ট্যাবে ক্লিক করুন। তাহলে উইন্ডোজের স্টার্টআপ প্রোগ্রামের একটি তালিকা দেখতে পাবেন। তালিকা থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্নগুলো তুলে দিন। তবে সাবধান, অ্যান্টিভাইরাস এবং মাদারবোর্ডের সঙ্গে সম্পর্কযুক্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেবেন না।
কাজ শেষ হয়ে গেলে অ্যাপ্লাইয়ে ক্লিক করে ওকে করে বেরিয়ে আসুন। এরপর কম্পিউটার রিস্টার্ট দিলেই হবে। পরবর্তী সময় কম্পিউটার যখনই চালু হবে, সেটা হবে আগের চেয়ে অনেক দ্রুত।
আপনি চাইলে এই চালু হওয়ার সময়টি কমিয়ে আনতে পারেন। এ জন্য আপনাকে অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম দরকারি প্রোগ্রামগুলো উইন্ডোজের স্টার্টআপ তালিকা থেকে মুছে দিতে হবে। এটি করতে চাইলে সবার আগে স্টার্টে গিয়ে সার্চ বক্সে msconfig লিখে এন্টার করুন (উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে রান এ গিয়ে msconfig লিখতে হবে)। এবার সিস্টেম কনফিগারেশন উইন্ডো খুললে বাম থেকে ৪ নম্বর ট্যাবে ক্লিক করুন। তাহলে উইন্ডোজের স্টার্টআপ প্রোগ্রামের একটি তালিকা দেখতে পাবেন। তালিকা থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্নগুলো তুলে দিন। তবে সাবধান, অ্যান্টিভাইরাস এবং মাদারবোর্ডের সঙ্গে সম্পর্কযুক্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেবেন না।
কাজ শেষ হয়ে গেলে অ্যাপ্লাইয়ে ক্লিক করে ওকে করে বেরিয়ে আসুন। এরপর কম্পিউটার রিস্টার্ট দিলেই হবে। পরবর্তী সময় কম্পিউটার যখনই চালু হবে, সেটা হবে আগের চেয়ে অনেক দ্রুত।
Comments
Post a Comment