কম্পিউটারে বিভিন্ন প্রয়োজনে আমরা নানারকম সফটওয়্যার ব্যবহার করে থাকি।রাগ
লাগে তখনই যখন প্রয়োজনীয় সফটওয়্যারটি হয় ট্রায়াল ভার্সন,যা একটা নির্দিষ্ট
সময়ের পর থেকে আর কাজ করে না। আপনি এই চাইলে এই ট্রায়াল ভার্শন সফটওয়্যারকে
ক্র্যাক/সিরিয়াল ছাড়াই আজীবন ব্যবহার করতে পারবেন। এজন্য আপনার লাগবে Time
stopper নামক একটি সফটওয়্যার।এই সফটওয়্যার দিয়ে আপনি নির্দিষ্ট একটা
সফটওয়্যারের সময়কে বেধে দিতে পারবেন। এর ফলে আপনার ট্রায়াল পিরিয়ড কখনোই
শেষ হবে না।সফটওয়্যারটি Click Here: Time Stopper ঠিকানা থেকে নামিয়ে। এখন সেটাপ করে চালু করুন। এবার Browse. বাটনে ক্লিক
করে যে সফটওয়্যারের সময় বেধে দিতে চান তার exe ফাইলটি select করুন। Chose
the new date এ একটা তারিখ নির্ধারন করে দিন। আপনার তারিখটা যেন ট্রায়াল
সফটওয়্যারটির ট্রায়াল পিরিয়ডের বাইরে না হয়। এখন ট্রায়াল সফটওয়্যারটির নাম
লিখে Create desktop short-cut বাটনে ক্লিক করুন। ডেস্কটপে একটা শর্টকাট
তৈরী হবে। এখন থেকে আপনি এই শর্টকাট ব্যবহার করেই ট্রায়াল সফটওয়্যারটি চালু
করবেন। ট্রায়াল প্রোগ্রামের আসল শর্টকাটটি ব্যবহার করবেন না।
Alt+1– এই কী টি ব্যাবহার করে আপনি খুব সহজ এ হোম মেনু তে আসতে পারবেন। Alt+2 – এই কী ব্যাবহার করে আপনি খুব সহজ এ আপনার ওয়াল এ যেতে পারবেন। Alt+3 – এই কী চাপলে আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট লিস্ট দেখাবে। Alt+4- এটি আপনাকে মেসেজ লিস্ট দেখাবে। Alt+5- এটি আপনাকে নোটিফিকেশান দেখাবে। Alt+6- এটি আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট সেটিং দেখাবে। Alt+7- এই কী আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট এর প্রাইভেসি সেটিং এ যেতে সাহায্য করবে। Alt+8- এই কী ব্যাবহার করে আপনি গ্রুপ লিস্ট দেখতে পারবেন। Alt+9- এই কী আপনাদের ফেসবুক এর নিয়ম ও নীতিমালা উপস্থাপন করবে। Alt+0- এটি আপনাদের ফেসবুক এর হেল্প সেন্টার এ নিয়ে যাবে। Alt+m- এই কি এর সাহায্যে আপনি নতুন মেসেজ তৈরি করতে পারবেন। Alt+? – এই বাটন চাপার সাথে সাথে আপনার মাউস কোর্সর সার্চ ফিল্ড এ চলে যাবে। বিঃদ্রঃ উপরের দেওয়া সব কী গুলো গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার এ কাজ করবে। যদি আপনি মোজিলা ফায়ার ফক্স ব্যাবহার করে থাকেন তাহলে দয়া করে সব গুলো কী ব্যাবহার করা পূর্বে shift বাটন ব্যাবহার করতে হবে। তাহলে সকল কীগুলো মোজিলা তে কাজ করবে। ...
I soff
ReplyDelete