উইন্ডোজ ৮ এখন জনপ্রিয়, অনেকে উইন্ডোজ অ্যাক্টিভ করতে পারে না।
উইন্ডোজ ৮ ভার্সন সাপোর্ট
অফলাইন Activator সফটওয়্যারটি মোটে সকল windows8 Version এ সাপোর্ট করে। এক ক্লিকেই অ্যাক্টিভ!
সাপোর্ট ভার্সনগুলো হলঃ
Windows 8 [32-64 bit]- metro
Windows 8 Enterprise [32-64 bit]
Windows 8 Pro Edition [32-64 bit]
Windows 8 Pro With WMC [32-64 bit]
যেভাবে উইন্ডোজ ৮ অ্যাক্টিভ করবেন
আমার দেখা মতে এই Activator ব্যবহার করা ঝমেলা বিহীন এবং অনেক সহজতর। এতে ইন্টারনেট প্রয়োজন হয় না অর্থাৎ অফলাইনে কাজ সেরে ফেলা যায়। যেভাবে উইন্ডোজ ৮ অ্যাক্টিভ করবেন তার কিছু ইনফর্মেশন দিয়ে দিলাম।
- প্রথমে ডাউনলোড করে Zip ফাইল এক্সট্রাট করে নিন।
- এখনActivator টি ‘Run as administrator’ হিসাবে ওপেন করুন।
- Activar অপশনে ক্লিক করুন।
- এরপর একটা বক্স আসলে OK ক্লিক করুন।
- তারপর Activator লোড নেবে এবং প্রসেসিং কাজ শুরু করবে।
- অ্যাক্টিভেশন প্রসেসিং হওয়ার মধ্যে পিসি রিস্টার্ট নেবে, এবং ফুল অ্যাক্টিভ হয়ে যাবে।
Comments
Post a Comment